আবারও অ্যাম্বাসেডর-অ্যাট-লার্জ পদে জিয়াউদ্দিন

অবসরপ্রাপ্ত রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন মন্ত্রীর পদমর্যাদায় অ্যাম্বাসেডর-অ্যাট-লার্জ পদে আজ রবিবার (৯ মে) প্রধানমন্ত্রীর কার্যালয়ে যোগদান করেছেন। এ সময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস এবং কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মোহাম্মদ জিয়াউদ্দিন এর আগেও প্রধানমন্ত্রীর কার্যালয়ে অ্যাম্বাসেডর-অ্যাট-লার্জ পদে নিযুক্ত ছিলেন। তারপর তাঁকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত করা হয়। সেখানে দায়িত্ব পালন শেষে তিনি আবার স্বপদে ফিরলেন।