গাছ কাটার বিষয়ে জানাতে জরুরি সংবাদ সম্মেলন!

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। মঙ্গলবার (১১ মে) সকাল ১১টায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সুফি আব্দুল্লাহিল মারুফ সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার (১০ মে) এ তথ্য জানিয়েছেন।

জানা গেছে, রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের গাছ কাটা বিষয়ে সংবাদ সম্মেলনে বিভিন্ন তথ্য উপাত্ত তুলে ধরা হবে।

তবে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তার দাবি, সোহরাওয়ার্দী উদ্যানে চলমান ‘স্বাধীনতা স্তম্ভ নির্মাণ (৩য় পর্যায়)’ শীর্ষক প্রকল্প বিষয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মঙ্গলবার সকাল ১১টায় প্রেস ব্রিফিং করবেন।

আসলেই কি উজাড় হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানের গাছ?

এদিকে সোহরাওয়ার্দী উদ্যানের গাছ কাটা নিয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদের বিষয়ে নিজেদের বক্তব্য জানিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় একটি বিবৃতি দেয়। সেখানে বলা হয়, সোহরাওয়ার্দী উদ্যানে মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ, আধুনিক নগর উপযোগী সবুজের আবহে আন্তর্জাতিকমানে গড়ে তোলা ও দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে ‘ঢাকাস্থ সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ নির্মাণ (৩য় পর্যায়)’ শীর্ষক মহাপরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে। মহাপরিকল্পনা বাস্তবায়নে সোহরাওয়ার্দী উদ্যানে প্রায় এক হাজার গাছ লাগানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিভিন্ন গণমাধ্যমে এ সব কার্যক্রমগুলোর বিষয়ে খণ্ডিত তথ্য প্রচারিত হওয়ায় অনেকের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে বলেও বিবৃতিতে জানানো হয়।