প্রকাশ্যে ভদ্রতা বজায় রাখুন: বিদেশি কূটনীতিকদের প্রতি মোমেন

কোয়াড ও বাংলাদেশ নিয়ে চীনের রাষ্ট্রদূত লি জিমিংয়ের মন্তব্যের একদিন পর মঙ্গলবার (১১ মে) এক টুইট বার্তায় পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বিদেশি কূটনীতিকদের জনসম্মুখে কথা বলার সময় ভদ্রতা ও আদব-কায়দা মেনে চলার আহ্বান জানিয়েছেন।

টুইট বার্তায় মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে নিজেদের পররাষ্ট্রনীতি দেশের মানুষের স্বার্থ বিবেচনা করে নিজেরাই ঠিক করবে।’

উল্লেখ্য, সোমবার (১০ মে) ঢাকায় ডিপ্লোমেটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন-ডিক্যাব আয়োজিত এক অনুষ্ঠানে চীনের রাষ্ট্রদূত লি জিমিং বলেছেন, যুক্তরাষ্ট্র, ভারত, অস্ট্রেলিয়া ও জাপানের সমন্বয়ে গঠিত জোট কোয়াডে বাংলাদেশ যোগ দিলে ঢাকা-বেইজিং দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষতি হবে। সম্প্রতি চীনের প্রতিরক্ষা মন্ত্রীর ঢাকা সফর নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে রাষ্ট্রদূত এ কথা বলেন।

আরও পড়ুন:

চীনের রাষ্ট্রদূত আগ বাড়িয়ে মন্তব্য করেছেন: পররাষ্ট্রমন্ত্রী