প্রধানমন্ত্রী মানবিক বলেই দণ্ডপ্রাপ্ত খালেদা জিয়াকে মুক্তি দিয়েছেন: কাদের

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে সরকার নিষ্ঠুর ও অমানবিক আচরণ করেছে বলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য দিয়েছেন। তার এই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের বলেন, ‘প্রধানমন্ত্রী মানবিক বলেই দণ্ডপ্রাপ্ত আসামি খালেদা জিয়াকে জেলের বাইরে এনে মুক্তভাবে সুচিকিৎসা নেওয়ার সুযোগ করে দিয়েছেন।’ বুধবার সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে একথা বলেন।

বিএনপি নেতাদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘জাতির পিতার হত্যা দিবস তথা জাতীয় শোক দিবসে আপনারা ১৯৭১ সাল থেকে খালেদা জিয়ার ভুয়া জন্মদিন পালন করে জাতিকে বিভ্রান্ত করে আসছেন। আপনাদের রাজনীতি যে কতটা প্রতিহিংসাপরায়ণ ও বিদ্বেষপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না। জাতির পিতার হত্যা দিবসে কেক কেটে জন্মদিনের উৎসব পালন করার পরামর্শ খালেদা জিয়াকে দলের কে বা কারা দিয়েছেন? এই প্রশ্নের জবাব কিন্তু আজও আমরা পাইনি মির্জা ফখরুল সাহেব। এ কোন রাজনীতি চলছে বাংলাদেশে!’ অবশেষে বেগম খালেদা জিয়া রোগশয্যা থেকেই তার আসল জন্মদিনের তথ্য প্রকাশ করেছেন বলে ওবায়দুল কাদের উল্লেখ করেন।

খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে সরকার অমানবিক– বিএনপির এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘আপনারা কিন্তু খালেদা জিয়াকে আন্দোলন করে মুক্ত করতে পারেননি। পিতা বঙ্গবন্ধুর মতো তার সুকন্যা শেখ হাসিনার যে হৃদয় আছে তা মানবিক কারণে খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার মধ্য দিয়ে সেটা পরিষ্কার হয়ে উঠেছে।’

বিএনপি নেতাদের প্রতি তিনি প্রশ্ন রাখেন, ‘আপনারা মানবিকতার কথা বলেন, কিন্তু ১৫ আগস্ট ভুয়া জন্মদিন পালন করে নারী হত্যা, শিশু হত্যা এবং অন্তঃসত্ত্বা নারী হত্যাকে আপনারা বিদ্রূপ করছেন। এটা কোন মানবিকতা। জাতি আজ সেটা জানতে চায়।’

জাতির পিতার হত্যাকাণ্ড মানবসভ্যতার ইতিহাসে সবচেয়ে নৃশংস ঘটনা বলে উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘জাতির পিতার সেই হত্যা দিবসে কেক কেটে জন্মদিনের উৎসব পালন করা কতটা নিষ্ঠুর এবং অমানবিক হতে পারে, বলবেন কি মির্জা ফকরুল সাহেব? এ প্রশ্নের জবাব কখনও পাবো কিনা জানি না।’