আরও ৩১ মৃত্যু, শনাক্ত ১২৯০

দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩১ জন। আর ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন এক হাজার ২৯০ জন। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেলেন ১২ হাজার ৭৬ জন এবং শনাক্ত হলেন ৭ লাখ ৭৮ হাজার ৬৮৭ জন। আর ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৩৭০ জন এবং এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৭ লাখ ১৯ হাজার ৬১৯ জন।

বৃহস্পতিবার (১৩ মে) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩ হাজার ৪২৪টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ৪৭১টি। এখন পর্যন্ত ৫৬ লাখ ৯০ হাজার ৬৯৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৯ দশমিক ৫৮ শতাংশ এবং এখন পর্যন্ত ১৩ দশমিক ৬৮ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২ দশমিক ৪১ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৫৫ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ১৭ জন পুরুষ এবং নারী ১৪ জন। এখন পর্যন্ত পুরুষ ৮ হাজার ৭৪৩ জন এবং নারী মৃত্যুবরণ করেছেন ৩ হাজার ৩৩৩ জন।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ ঊর্ধ্ব ১৯ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৭ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৪ জন এবং ৩১ থেকে ৪০ বছরের একজন রয়েছেন।

বিভাগ বিশ্লেষণে দেখা যায়, মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগেই ১৩ জন, চট্টগ্রাম বিভাগে ৯ জন, রাজশাহী ও সিলেটে ৩ জন করে এবং খুলনায়, ময়মনসিংহ ও রংপুরে একজন করে রয়েছেন।

২৪ ঘণ্টায় সরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ২৩ জন, বেসরকারি হাসপাতালে ৬ জন এবং বাড়িতে মারা গেছেন ২ জন।