ভারতকে মেডিক্যাল সামগ্রীর দ্বিতীয় চালান হস্তান্তর

করোনা পরিস্থিতি মোকাবিলায় ভারতকে মেডিক্যাল সামগ্রীর দ্বিতীয় চালান হস্তান্তর করেছে বাংলাদেশ। মঙ্গলবার (১৮ মে) কলকাতায় বাংলাদেশ মিশনের প্রধান তৌফিক হাসান পেট্রাপোলে ২ হাজার ৬৭২ বাক্স ওষুধ ও বিভিন্ন সামগ্রী ভারতের রেড ক্রস সোসাইটির কাছে হস্তান্তর করেন।

দূতাবাস থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধানমন্ত্রীর নির্দেশে ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় এই মেডিক্যাল পণ্যসামগ্রী পাঠিয়েছে। এসেনসিয়াল ড্রাগসের তৈরি ওষুধ সামগ্রী মঙ্গলবার সকালে বেনাপোল-পেট্রাপোল সীমান্তে পৌঁছে। এই সামগ্রীর মধ্যে রয়েছে বিভিন্ন অ্যান্টি-বায়োটিক, প্যারাসিটামল, ইনজেকশন ও হ্যান্ড স্যানিটাইজার।

এর আগে ৬ মে বাংলাদেশ ১০ হাজার বোতল রেমডিসিভির ইনজেকশন ভারতের কাছে উপহার হিসেবে হস্তান্তর করে।