রোহিঙ্গাদের জন্য ১৬ কোটি ডলার নতুন মার্কিন সহায়তা

রোহিঙ্গাদের জন্য নতুন করে প্রায় ১৬ কোটি ডলার মানবিক সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (১৮ মে) জয়েন্ট রেসপন্স প্ল্যান ঘোষণার সময়ে এই কথা জানান যুক্তরাষ্ট্রের পিআরএম ব্যুরোর জ্যেষ্ঠ কর্মকর্তা ন্যান্সি ইজো জ্যাকসন।

মার্কিন দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন এই তহবিলসহ ২০১৭ সাল থেকে মার্কিন মোট মানবিক সহায়তার পরিমাণ ১৩০ কোটি ডলার ছাড়িয়েছে। যার মধ্যে ১১০ কোটি ডলারের বেশি বাংলাদেশের অভ্যন্তরে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে ব্যয় করা হয়েছে।

নতুন এই তহবিল বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ৯ লাখ রোহিঙ্গা শরণার্থীদের জীবন রক্ষায় সহায়তা করা অব্যাহত রাখতে সাহায্য করবে যাদের মধ্যে ৭ লাখ ৪০ হাজারেরও বেশি রোহিঙ্গা ২০১৭ সালে বার্মার রাখাইন রাজ্যে জাতিগত নির্মূল ও অন্যান্য ভয়াবহ নৃশংসতা ও নির্যাতনের কারণে বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হয়েছিল। এছাড়াও এই তহবিল বার্মা থেকে আসা রোহিঙ্গা শরণার্থীদের বাংলাদেশে আশ্রয় নেওয়ার কারণে ক্ষতিগ্রস্ত ও প্রভাবিত ৪ লাখ ৭২ হাজারেরও বেশি স্থানীয় বাংলাদেশি জনগণকে প্রয়োজনীয় সহায়তা পেতে সাহায্য করবে।