‘সাংবাদিক রোজিনার জামিনে প্রমাণিত হয় বিচারালয় সম্পূর্ণ স্বাধীন’

সাংবাদিক রোজিনার জামিন বিচার বিভাগের স্বাধীনতার প্রমাণ বহন করে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘সাংবাদিক রোজিনা ইসলামের জামিন পাওয়ার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে আদালত সম্পূর্ণ স্বাধীন এবং সরকার এতে কোনোরূপ হস্তক্ষেপ করেনি।‌’

রবিবার (২৩ মে) জাতিসংঘ গ্লোবাল রোড সেফটি উইক অনলাইন লাইভ আলোচনা অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে তিনি এ তথ্য বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সাংবাদিকবান্ধব উল্লেখ করে তিনি বলেন, ‘এ দেশের সাংবাদিক ও সংবাদপত্র শিল্পের জন্য সরকার যা করেছে ৭৫ পরবর্তীকালে আর কোনও সরকার তার কিছুই করেনি।’

রোজিনা ইস্যুতে সাংবাদিকদের জন্য যারা মায়াকান্না করছে সেই বিএনপি ক্ষমতায় থাকাকালীন সাংবাদিকদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী মামলা করেছিল বলে স্মরণ করিয়ে দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘যতই বড় বড় প্রকল্প এবং সড়ক চার, ছয়, আট লেন করা হোক না কেন; সড়ক ও পরিবহনে নিরাপত্তা ফিরে না এলে জনগণ এর সুফল পাবে না।’ সড়কে নিরাপত্তা ফিরিয়ে আনাই হচ্ছে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলেও মনে করেন মন্ত্রী।

পদ্মা সেতু, মেট্রোরেল, কর্ণফুলী টানেলের মতো বড় প্রকল্পগুলো চলমান উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘আশা করা হচ্ছে, আগামী বছর এসব প্রকল্প উদ্বোধন করা হবে।’

দেশের বিভিন্ন এলাকায় একাধিক ফ্লাইওভার নির্মিত হওয়ার বিষয়টি সামনে এনে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, ‘যোগাযোগ ব্যবস্থায় সরকারের এটি আরেকটি বড় সাফল্য।’