অর্ধেক যাত্রী নিয়ে চলবে ট্রেন-বাস

টানা ৪৯ দিন বন্ধ থাকার পরে ট্রেন ও বাস চালু হচ্ছে সোমবার (২৪ মে)। তবে অর্ধেক যাত্রী নিয়ে যাতায়াত করার শর্তে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রবিবার রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরিফুল আলম সাংবাদিকদের জানান, মহামারি নিয়ন্ত্রণের বিধিনিষেধে বন্ধ হওয়া ট্রেন সোমবার থেকে অর্ধেক আসনে যাত্রী নিয়ে গন্তব্যে ছুটবে। শুরুর দিনে সারাদেশে ২৮ জোড়া আন্তঃনগর ট্রেন, নয়টি মেইল এক্সপ্রেস ও কমিউটার ট্রেন চলাচল শুরু হচ্ছে। শর্ত অনুযায়ী, এসব ট্রেনের অর্ধেক আসন ফাঁকা রাখা হবে এবং সবাইকে স্বাস্থ্যবিধি মানতে হবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের রবিবার বলেন, ‘সোমবার থেকে স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসন খালি রেখে এবং সমন্বিত ভাড়ায় দূরপাল্লার পরিবহন চলাচল করবে।’ গাড়ি চালু করার আগে গাড়িকে জীবাণুমুক্ত করার নির্দেশ দিয়ে মন্ত্রী বলেন, ‘যাত্রীসহ সংশ্লিষ্ট সবাইকে শতভাগ মাস্ক পরিধান নিশ্চিত করতে হবে।’ তিনি এ বিষয়ে যাত্রীসাধারণ ও পরিবহন মালিক শ্রমিকদের সহযোগিতা করার আহ্বান জানান।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন দুরপাল্লার বাস-লঞ্চ-ট্রেন ছেড়ে দেওয়ার বিষয়ে বলেন, ‘গণপরিবহন প্রায় সাত সপ্তাহ বন্ধ ছিল। মানুষের জীবন-জীবিকা নিয়ে ভাবতে হচ্ছে। ফলে ধীরে ধীরে সবকিছু খুলে দেওয়ার প্রক্রিয়া হিসেবে এটি করা হয়েছে। যদি সংক্রমণ বাড়ে তাহলে আবারও সিদ্ধান্তের পরিবর্তন এনে পূর্বের অবস্থায় ফিরিয়ে নেওয়া হবে।’