প্যালেস্টাইন ইস্যুতে বাংলাদেশের অবস্থান সন্দেহের ঊর্ধ্বে: পররাষ্ট্র সচিব

প্যালেস্টাইনের পক্ষে ও ইসরায়েলের বিপক্ষে বাংলাদেশের অবস্থানের কোনও পরিবর্তন হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

রবিবার (২৩ মে) নিজ দফতরে বাংলা ট্রিবিউনকে তিনি এ কথা জানান।

পররাষ্ট্র সচিব বলেন, ‘আমাদের অবস্থানের কোনও পরিবর্তন হয়নি। প্যালেস্টাইনের প্রতি আমাদের সমর্থন এবং ইসরায়েলের বিরোধিতা নিয়ে প্রশ্ন ও সন্দেহ করার কোনও সুযোগ নেই।’

প্যালেস্টাইনের চলমান সংকট নিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশ তাদের আর্থিক সাহায্য এবং মেডিক্যাল সামগ্রী দেবে।’

এর আগে রবিবার পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন অন্য একটি গণমাধ্যমকে বলেন, ‘আমি বিষয়টি শোনার পরে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলাপ করে জেনেছি—পাসপোর্টে ইসরায়েল সফর সংক্রান্ত নিষেধাজ্ঞার বিষয়টি তুলে দেওয়ার সিদ্ধান্ত ছয় মাস আগে নেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘তবে এর মানে এই নয় যে আমাদের অবস্থানের কোনও পরিবর্তন হয়েছে।’