ঢাকায় আসছেন কপ-২৬ প্রেসিডেন্ট অলোক শর্মা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের জলবায়ু বিষয়ক বিশেষ দূত জন কেরির পরে জলবায়ু শীর্ষ সম্মেলন কপ-২৬-এর প্রেসিডেন্ট অলোক শর্মা দুদিনের সফরে আগামী বুধবার (২ মে) ঢাকায় আসছেন। ঢাকায় তিনি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া বাংলাদেশ-যুক্তরাজ্য জলবায়ু বিষয়ক একটি রাউন্ড টেবিলে অংশ নেবেন।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, কপ-২৬ এবারে যুক্তরাজ্যের গ্লাসগোতে অনুষ্ঠিত হবে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন ইতোমধ্যে আমাদের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন। আশা করা হচ্ছে প্রধানমন্ত্রী ওই সম্মেলনে অংশ নেবেন।

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন জনিত অন্যতম ক্ষতিগ্রস্ত দেশ। সে কারণে অলোক শর্মার সফরটি আমাদের জন্য তাৎপর্যপূর্ণ বলে তিনি জানান। জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে আমাদের অবস্থান আছে এবং সেগুলো আমরা তুলে ধরবো, বলেন তিনি।