‘বিরোধীদলীয় নেতা ও উপনেতা আইন’ চূড়ান্ত অনুমোদন

জাতীয় সংসদের ‘বিরোধীদলীয় নেতা এবং উপনেতা (পারিতোষিক ও বিশেষাধিকার) আইন, ২০২১’-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (৩১ মে) অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি এ সভায় সভাপতিত্ব করেন। সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষ থেকে এ সভায় মন্ত্রিপরিষদের সদস্যরা সংযুক্ত হন।

মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

এ সময় মন্ত্রিপরিষদ সচিব জানান, সামরিক শাসনামলে এই আইন হওয়ায় সেটাকে বদলে নতুন আইন করা হচ্ছে। এটি ১৯৭৯ সালের অধ্যাদেশ। তাই অধ্যাদেশ বাতিল করে আইনে রূপান্তর করার বিষয়ে উচ্চ আদালতের নির্দেশনা রয়েছে।

তিনি বলেন, ‘খসড়ায় তেমন কোনও পরিবর্তন আনা হয়নি। শুধু জাতীয় সংসদের বিরোধী দলের নেতা বা উপনেতা কে হবেন, কীভাবে হবেন, তার ব্যাখ্যায় পরিবর্তন আনা হয়েছে। আগের অধ্যাদেশে বলা ছিল—এই দুটি পদ খালি হলে কীভাবে তারা মনোনীত হবেন। কিন্তু জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা বা উপনেতা কীভাবে মনোনীত হবেন, তার কোনও ব্যাখ্যা ছিল না। এবার সংবিধানের ৫৬ অনুচ্ছেদ অনুযায়ী, জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা কীভাবে হবেন, আইনে তা বলা হয়েছে।’