‘এয়ারপোর্ট থেকে’ ফোন: পার্সেলের কথা শুনে টাকা খোয়াবেন না

হঠাৎ আপনার ফোনে ‘এয়ারপোর্ট থেকে’ কল এলো! ফোনের অপর প্রান্ত থেকে জানানো হল- আপনার নামে একটি পার্সেল এসেছে। ব্রিটিশ কিংবা ইউরোপিয়ান কোন নাগরিক সেই পার্সেলটি পাঠিয়েছেন। তা সংগ্রহ করতে বিপুল অঙ্কের টাকা প্রয়োজন। এই খপ্পরে পড়েছেন তো, টাকা-পয়সা সব খোয়াবেন!

বৃহস্পতিবার (৩ জুন) সন্ধ্যায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাইবার ক্রাইম ইউনিটের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নাজমুল ইসলাম তার নিজস্ব ফেসবুক আইডি থেকে এক ভিডিও বার্তায় বলেন, সম্প্রতি দেখা গেছে, বেশ কয়েকটি চক্র সক্রিয় হয়ে উঠেছে সাইবার দুনিয়ায়। আপনি লটারির মাধ্যমে বিপুল পরিমাণ টাকা পেয়েছেন- প্রথমে আপনাকে এসএমএসের মাধ্যমে এমন তথ্য জানাবে। পুরস্কারের এই অর্থ সংগ্রহের জন্য আপনার নাম, মোবাইল নম্বর, ঠিকানা এবং ইমেইল এড্রেস পাঠানোর জন্য একটি ঠিকানা দেয়া হবে। যা জনগণকে প্রতারিত করতে প্রতারকদের একটি কৌশল।

তিনি বলেন, লটারি পেয়েছেন- এটা বলে আপনাকে বিভিন্ন তথ্য পাঠাতে বলা হবে। সেই তথ্যের পরিপ্রেক্ষিতে পরবর্তীকালে ই-মেইলসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা যুক্ত হবেন এবং ব্রিটিশ কিংবা ইউরোপিয়ান নাগরিক পরিচয় দিয়ে আপনাকে পার্সেল পাঠানো হয়েছে বলে জানানো হবে। পার্সেলটি সংগ্রহ করতে কাস্টমস কর্মকর্তা কিংবা সংশ্লিষ্ট পরিচয় ফোন দেয়া হবে। এমনকি পার্সেলটি সংগ্রহ করার জন্য প্রতিনিয়ত চাপ প্রয়োগ করতে থাকে একটি অপরাধী চক্র। এ বিষয়ে সতর্ক থাকতে বলেছেন নাজমুল ইসলাম।

ভিডিও বার্তায় পুলিশের কর্মকর্তা আরো বলেন, নাইজেরিয়ান স্ক্যাম- যা নব্বইয়ের দশকে সাইবার স্পেসে একটি জনপ্রিয় অপরাধ। আগের সেই অপরাধ প্রবণতাটি আবার নতুন ফরমেটে অপরাধ চক্র সক্রিয় হয়ে উঠেছে। এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। অপরিচিত কাউকে তথ্য দেয়ার ক্ষেত্রে সচেতন থাকার পরামর্শ দেন তিনি।