চিলমারী বন্দর নিয়ে একনেকে গান গাইলেন প্রধানমন্ত্রী

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে চিলমারী বন্দর নিয়ে গান গেয়েছেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা। একনেক বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের সঙ্গে আলাপ কালে এ তথ্য জানান।

মঙ্গলবার (৮ জুন) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণবভন থেকে যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্যদিকে আগারগাঁওয়ের এনইসি সম্মেলন কক্ষে সংশ্লিষ্ট মন্ত্রী ও সচিবরা উপস্থিত ছিলেন।

একনেকে সাড়ে ৬ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের অধীনে চিলমারী এলাকায় (রমনা, জোড়গাছ, রাজিবপুর, রৌমারী, নয়ারহাট) নদী বন্দর নির্মাণ প্রকল্পও রয়েছে। এই প্রকল্পটি নিয়ে আলোচনার সময় প্রধানমন্ত্রী চিলমারীর বন্দর নিয়ে গানের কলি শোনান বলে জানা গেছে।

এ বিষয়ে নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী কিংবদন্তী শিল্পী ভাইওয়া সম্রাট আব্বাস উদ্দীনের ওকি গাড়িয়াল ভাই গানটির দুটি কলি উচ্চারণ করেছেন। তিনি জানান, ওই গানে শিল্পী গরুর গাড়ির কথা বুঝিয়েছেন। আমাদের প্রধানমন্ত্রী সেই চিলমারীতে এখন রেলগাড়ি দিয়েছেন।

একনেক চিলমারী নদী বন্দর নির্মাণে ২৩৫ কোটি ৫৯ লাখ টাকার যে প্রকল্প অনুমোদন দিয়েছে তা সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে বাস্তবায়িত হবে। প্রকল্পের মেয়াদ জানুয়ারি ২০২১ হতে জুন ২০২৩। প্রকল্পটি ২০২০-২১ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দহীনভাবে সংযুক্ত অননুমোদিত নতুন এবং উচ্চ অগ্রাধিকার তালিকায় রয়েছে।