তিন আসনের উপ-নির্বাচনে পেছালো ভোটের তারিখ

ঢাকা-১৪, সিলেট-৩ ও কুমিল্লা-৫ আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণের তারিখ পিছিয়ে ২৮ জুলাই পুনঃনির্ধারণ করা হয়েছে। তবে পূর্বঘোষিত এ নির্বাচনের তফসিলের অন্যান্য বিষয়গুলো অপরিবর্তিত থাকবে। এদিকে লক্ষ্মীপুর-২ আসনে উপ-নির্বাচনে ২১ জুনই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১০ জুন) নির্বাচন কমিশনের কমিশন সভা শেষে ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার সাংবাদিকদের এ তথ্য জানান।

আগামী ১৪ জুলাই জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের মৃত্যুবার্ষিকী হওয়ায় ওইদিন ঢাকা-১৪, সিলেট-৩ ও কুমিল্লা-৫ আসনে ভোট অনুষ্ঠানে জাতীয় পার্টির পক্ষ থেকে আপত্তি জানানো হয়েছিল।

গত ২ জুন ঢাকা-১৪, কুমিল্লা-৫ ও সিলেট-৩ শূন্য আসনে ১৪ জুলাই নির্ধারণ করে উপ-নির্বাচনের তারিখ ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। ঐদিন লক্ষ্মীপুর-২ আসনের ভোট গ্রহণের তারিখও ঠিক করা হয়েছিলো।