বঙ্গবন্ধুর হাত ধরে যে উদ্যোগ

অবশেষে ৪০ হাজার একর জমি রক্ষা পাবে। খুলনা জেলার পাইকগাছাতে পানি উন্নয়ন বোর্ড কর্তৃক বাঁধ ও স্লুইস গেটের কাজ শেষ হচ্ছে বলে ১৯৭৩ সালের এদিনের পত্রিকায় বলা হয়।

এই পরিকল্পনা বাস্তবায়নের ফলে থানার ৪০ হাজার একর জমি লবণাক্ততার অভিশাপ থেকে মুক্ত হতে চলেছে। দেশ স্বাধীনের পরপরই ১৯৭২ সালের ফেব্রুয়ারিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজ হাতে এক কোদাল মাটি কেটে উদ্বোধন করেছিলেন এই কাজের।

জাতীয় পরিষদ সদস্য এম এ গফুর এ প্রকল্প বাস্তবায়িত করার জন্য আততায়ীর হাতে নিহত হওয়ার দিন পর্যন্ত কাজ করে গেছেন। পরে জাতীয় সংসদ সদস্য বাবর আলী অসম্পূর্ণ কাজ ত্বরান্বিত করতে সহায়তা করেন। এই প্রকল্প বাস্তবায়নের পানি উন্নয়ন বোর্ডের স্থানীয় কর্তৃপক্ষ প্রশংসনীয় কাজ করেছেন।

১৬ ডিসেম্বর জাতীয় দিবস

১৯৭৩ সালের এই দিনে এক হ্যান্ডআউটের মাধ্যমে ১৬ ডিসেম্বরকে জাতীয় দিবস ঘোষণা করে সরকার। হ্যান্ডআউটে বলা হয়, ভবিষ্যতে ১৬ ডিসেম্বর বাংলাদেশের জাতীয় দিবস হিসেবে পালিত হবে।

image0 (40)পাসপোর্ট-ভিসা জালের দল

পাসপোর্ট ভিসার ব্যাপারে একটি সংঘবদ্ধ দলের অস্তিত্বের খবর পাওয়া যায়। এইদিন একজন বাঙালি তরুণকে গ্রেফতারের মাধ্যমে এ তথ্য প্রকাশিত হয়। বিমানবন্দর শুল্ক বিভাগ সূত্রে জানা যায় গ্রেফতারকৃত শরিফুল আরিফিন নামের যুবকের কাছ থেকে জাল মনোগ্রাম সিলমোহর পাওয়া গেছে।

পুলিশ এ থেকে পাচারের ব্যাপারে একটি সংঘবদ্ধ অস্তিত্ব সম্পর্কে নিশ্চিত হয়। পুলিশের অনুমান গ্রেফতারকৃত তরুণের কাছে জাল পাসপোর্ট ভিসা সম্পর্কে প্রচুর তথ্য উদ্ধার করা যাবে। সম্প্রতি ভারত সরকার দমদম বিমানবন্দরে জাল পাসপোর্টধারী একটি দলের অস্তিত্ব পায় ও গ্রেফতার করে।

image2 (30)বাজেট পেশের সম্ভাব্য দিন

বাজেট পেশের সম্ভাব্য দিন তারিখ নির্ধারণ হয়েছে বলে সংবাদ প্রকাশ হয়। দুই-তিন দিন পরে জাতীয় সংসদে বাংলাদেশের সাধারণ বাজেট পেশ করা হবে বলে নির্ভরযোগ্য সূত্রে জানানো হয়। এ ছাড়া, সেদিন বেলা সাড়ে তিনটায় সংসদের বৈঠক বসবে। তারপর বাজেট পেশের বিষয় শুরু হবে। দেশের নির্বাচিত জাতীয় সংসদের অধিবেশনে এবারই প্রথম ১৯৭৩-৭৪ সালের সাধারণ বাজেট পেশ করা হচ্ছে।

অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমেদ বাজেট পেশ করবেন। এইদিন সংসদে রেল বাজেট পেশ করা হয়। নতুন সাধারণ বাজেটে কোন কোন জিনিসের ওপর করারোপ করা হবে তার প্রস্তাব রয়েছে বলে আভাস পাওয়া যায়।

শিশুস্বাস্থ্যের উন্নয়নে উপায় উদ্ভাবন করতে হবে

দেশের সার্বিক বিকাশে শিশুদের উপযুক্ত শিক্ষা ও তাদের স্বার্থের উন্নয়ন সাধনের আহ্বান জানান। এই দিন গেজেটেড অফিসার ট্রেনিং একাডেমি মিলনায়তনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশীয় আঞ্চলিক শিশু চিকিৎসা শিক্ষা সম্পর্কে ছয়দিন ব্যাপী আন্তঃদেশীয় সেমিনারের উদ্বোধনকালে তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের মোট জনসংখ্যার শতকরা ৪০ ভাগ শিশু। সদ্য স্বাধীন বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী দেশে পরিণত করতে হলে শিশুরা যাতে দেশের যোগ্য নাগরিক হতে পারে সেজন্য তাদের স্বাস্থ্যের উন্নয়নের যথাযথ উপায় উদ্ভাবন করতে হবে।