৩০ জুন পর্যন্ত ভারতীয় সীমান্ত বন্ধ

করোনা পরিস্থিতি মোকাবিলার জন্য ভারতের সঙ্গে সীমান্ত আগামী ৩০ জুন পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একইসঙ্গে আগামী মাস থেকে দেশটির সঙ্গে এয়ার বাবল পদ্ধতিতে প্লেন যোগাযোগ করা যায় কিনা সেটি বিবেচনা করা হচ্ছে।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে বলেন, রবিবার (১৩ জুন) এক বৈঠকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সীমান্ত আগামী ৩০ জুন পর্যন্ত বন্ধ থাকবে। শুধু অনুমতি সাপেক্ষে কয়েকটি স্থলবন্দর দিয়ে প্রবেশাধিকার থাকবে।’

এয়ার বাবলের বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, আমরা আগামী সপ্তাহে এ বিষয়ে আবার আলোচনায় বসবো। পরিস্থিতি অনুকূলে থাকলে এটি চালু হতে পারে।

প্রসঙ্গত, করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে এপ্রিল মাস থেকে ভারতের সঙ্গে সীমান্ত বন্ধ রয়েছে।