নেত্রকোনা ও শরীয়তপুরের ২টি গ্রামকে মৎস্য গ্রাম ঘোষণা

মুজিববর্ষ উদযাপন উপলক্ষ্যে নেত্রকোনার ‘দক্ষিণ বিশিউড়া’ ও শরীয়তপুরের ‘হালইসার’ গ্রামকে মৎস্য গ্রাম ঘোষণা করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। মঙ্গলবার (২২ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ইফতেখার হোসেন।

এতে বলা হয়, নেত্রকোনার ‘দক্ষিণ বিশিউড়া’ ও শরীয়তপুরের ‘হালইসার’ গ্রামকে মৎস্য গ্রাম হিসেবে ঘোষণা করা হলো।

এই দুই গ্রামকে মৎস্য চাষে একটি উদাহরণ হিসেবে তৈরি করা, আধুনিক ও বৈজ্ঞানিক মৎস্য চাষে সবাইকে উদ্বুদ্ধ করা এবং পরিত্যক্ত খাল বিল, জলাশয় মাছের আওতায় নিয়ে আসার লক্ষ্যে গ্রাম দুটিকে মৎস্য গ্রাম হিসেবে ঘোষণা করা হয়েছে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।