সেরাম টিকা না দিলে টাকা ফেরত দেবেই:  অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, চুক্তি অনুযায়ী সেরাম ইনস্টিটিউট টিকা দিতে ব্যর্থ হলে টাকা ফেরত দেবেই।

বুধবার (২৩ জুন) ভার্চুয়ালি অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন তথ্য জানান অর্থমন্ত্রী।

তিনিস বলেন, ‘ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে টিকা আনার বিষয়টি আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় দেখভাল করবে। টিকা দিতে চুক্তি অনুযায়ী, কত দিন সময় নিয়েছিল সেটি দেখতে হবে। ভারতেও টিকার প্রয়োজন। সেসব কারণ বিবেচনায় নিয়ে আমরা সিদ্ধান্ত নেবো। অবশ্যই এটা ঠিক, তারা টিকা দিতে ফেল করলে টাকা ফেরত দেবেই।’

বিদেশে টাকা পাচার সংক্রান্ত সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, ‘চুরি হওয়া টাকার বিষয়ে আমরা আইনি প্রক্রিয়ায় গেছি। যারা এর সঙ্গে সম্পৃক্ত বা আমাদের চিন্তায় যারা ছিল, তাদের বিরুদ্ধে আমরা মামলা করেছি, মামলা এখনও চলমান। এ সময়ে এ বিষয়ে কোনও মামলা করা সমীচীন নয়।’