শেখ হাসিনার নেতৃত্বের চার দশক নিয়ে স্মারক গ্রন্থ প্রকাশ

আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দলটির তথ্য ও গবেষণা উপকমিটির উদ্যোগে ‘শেখ হাসিনার নেতৃত্বের চার দশক: সংগ্রামী নেতা থেকে কালজয়ী রাষ্ট্রনায়ক’ শীর্ষক তথ্যচিত্র স্মারক গ্রন্থ প্রকাশ করা হয়েছে। 

বুধবার (২৩ জুন) বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আয়োজিত আলোচনা সভার শুরুতে গণভবন প্রান্ত থেকে স্মারক গ্রন্থটির মোড়ক উম্মোচন করেন দলটির সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউ প্রান্তে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও দলের কেন্দ্রীয় কমিটির নেতারা।

স্মারক গ্রন্থটি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বের চার দশকের ওপর নির্মিত। তাঁর সংগ্রামী জীবনের ইতিহাস এবং একজন সংগ্রামী নেতা থেকে তিনি কীভাবে একজন কালজয়ী রাষ্ট্রনায়কে পরিণত হয়েছেন এতে সেই ইতিহাস তুলে ধরা হয়েছে। 

স্মারক গ্রন্থটি সম্পাদনা করেছেন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ। প্রিন্টিংসহ কারিগরি সহযোগিতা করেছেন জয়িতা প্রকাশনী ও ইয়াসিন কবির জয়।