বাংলাদেশ জাতীয় আরকাইভস বিলের রিপোর্ট চূড়ান্ত করেছে সংসদীয় কমিটি

বাংলাদেশ জাতীয় আরকাইভস বিল, ২০২১ চূড়ান্ত করেছে সংসদীয় কমিটি। বৃহস্পতিবার (২৪ জুন) সংসদ ভবনে অনুষ্ঠিত সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে বিলটি চূড়ান্ত করে সংসদে রিপোর্ট উপস্থাপনের সিদ্ধান্ত হয়।

 কমিটির সভাপতি সিমিন হোসেন রিমির সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ, সাগুফতা ইয়াসমিন এবং অসীম কুমার উকিল অংশগ্রহণ করেন।

সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়- বৈঠকে কমিটিতে পাঠানো  ‘বাংলাদেশ জাতীয় আরকাইভস বিল, ২০২১’ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। প্রয়োজনীয় সংযোজন, সংশোধন ও পরিমার্জন করে রিপোর্ট তৈরি করে সংসদে উপস্থাপনের জন্য কমিটি সুপারিশ করেছে।