বিদেশগামী কর্মীদের টিকার নিবন্ধন সহজ করতে মন্ত্রী-প্রতিমন্ত্রীর বৈঠক

বিদেশগামী কর্মীদের করোনাভাইরাস প্রতিরোধী টিকার নিবন্ধন প্রক্রিয়া সহজ ও দ্রুততর করতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের সঙ্গে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯জুন) বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে তারা বলেন, দেশের অর্থনীতিতে প্রবাসী কর্মীদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। কিন্তু কোভিড-১৯ মহামারী পরিস্থিতিতে প্রবাসী কর্মীরা টিকা গ্রহণ ছাড়া তাদের কর্মস্থলে ফিরে যেতে পারছে না। দেশের উন্নয়ন ও বৈদেশিক আয়ের ধারা অব্যাহত রাখতে তাদের সহজ প্রক্রিয়ায় দ্রুততম সময়ের মধ্যে টিকাদানের কোনও বিকল্প নেই।

বিদেশ গমনেচ্ছু কর্মীদের টিকা প্রদানের বিষয়ে সরকার সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে উল্লেখ করে তারা আরও বলেন, শিগগিরই বিদেশগামী কর্মীদের টিকা সংক্রান্ত সমস্যার সমাধান হবে।

এসময় বৈঠকে আরও উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক ডা. বিকর্ণ কুমার ঘোষ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক এ বি এম আরশাদ হোসেন, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেব প্রমুখ।