২৪ ঘণ্টায় ৩০ জনের মৃত্যু খুলনাতে, ২৩ জন করে চট্টগ্রাম ও রাজশাহীতে

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১১৫ জন। তাদের মধ্যে ৩০ জনই খুলনা বিভাগের। এ নিয়ে টানা ষষ্ঠ দিনের মতো খুলনা বিভাগে করোনাতে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু। এরপর রয়েছে চট্টগ্রাম ও রাজশাহী বিভাগ। এ দুই বিভাগের মারা গেছেন ২৩ জন করে।

‍বুধবার (৩০ জুন) স্বাস্থ্য অধিদফতর করোনা বিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে দেখা যায়, মারা যাওয়া ১১৫ জনের মধ্যে ঢাকা বিভাগের আছেন ১৭ জন, রংপুর বিভাগের ১১ জন, ময়মনসিংহ বিভাগের ছয়জন, সিলেট বিভাগের তিনজন আর বরিশাল বিভাগের দুইজন।

এদিকে, গতকাল (২৯ জুন) মারা যাওয়া ১১২ জনের মধ্যে খুলনায়  মারা যান ৩৫ জন, ঢাকা বিভাগে ২২ জন, চট্টগ্রামে ১৬ জন, রাজশাহীতে ২১ জন,  বরিশালে ৩ জন, সিলেটে ১ জন, রংপুরে ১০ জন এবং ময়মনসিংহে ৪ জন। তারও আগে গত ২৫ জুন মারা যাওয়া ১০৮ জনের মধ্যে এ বিভাগে ছিলেন ২৭ জন, ২৪ জুন মারা যাওয়া ৮১ জনের মধ্যে ছিলেন ২৩ জন, ২৩ জুন মারা যাওয়া মারা যাওয়া ৮৫ জনের মধ্যে ছিলেন ৩৬ জন আর গত  ২২ জুন মারা যাওয়া ৭৬ জনের ২৭ জনই ছিলেন খুলনার বাসিন্দা।

কেবল গতকাল (২৬ জুন) একদিনে চট্টগ্রাম বিভাগে মৃত্যু হয়েছিল ২০ জনের।