শিল্পাঞ্চলে গুজব ছড়িয়ে পরিস্থিতির অবনতি ঘটানোর আশঙ্কা

ঈদুল আযহার আগে শিল্পাঞ্চলগুলোতে গুজব ছড়িয়ে শ্রমিকদের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর আশঙ্কা করছেন আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা। তারা মনে করেন, বেতন ভাতা, বোনাস ও ছুটিসহ বিভিন্ন বিষয়কে ইস্যু করে স্বার্থান্বেষী মহল এটা করতে পারে। সেজন্য এখনই শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনা করে কার্যকর ব্যবস্থা গ্রহণ ও নজরদারি বাড়ানোর উদ্যোগ দিয়েছেন তারা। এছাড়াও কাঁচা চামড়া কেনা বেচা নিয়ে যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয় সে বিষয়েও বিশেষ দৃষ্টি রাখার কথা বলা হয়েছে। এসব আশঙ্কার কথা জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল স্বাক্ষরিত একটি কার্যপত্র বিভিন্ন মন্ত্রণালয়, আইনশৃঙ্খলা বাহিনী, শিল্প মালিক ও ব্যবসায়ী সংগঠনগুলোর কাছে পাঠানো হয়েছে। 

সংশ্লিষ্টরা জানান, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়কে বলা হয়েছে, ঈদের আগে কোনও স্বার্থান্বেষী মহল গুজব ছড়িয়ে বা উস্কানি দিয়ে যাতে শ্রমিক অসন্তোষ ঘটাতে না পারে সে বিষয়ে শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনা করে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে।

এফবিসিসিআই, বিজিএমইএ, বিকেএমইএ-এর সঙ্গে সভা করে শ্রমিকদের যথাসময়ে ছুটি বেতন ও ভাতা এবং ঈদ বোনাস পরিশোধের ব্যবস্থা নিতে বলা হয়েছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব কে. এম. আব্দুস সালাম জানিয়েছেন, শিল্প শ্রমিকদের বেতন-বোনাস ও ভাতার বিষয়গুলো মনিটরিং করতে মন্ত্রণালয়ের ২৩টি কমিটি রয়েছে। তারা এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।

শিল্প এলাকায় অগ্নিকাণ্ড বা কোনও দুর্ঘটনা রোধে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সার্বিক প্রস্তুতি নিতে বলা হয়েছে ফায়ার সার্ভিস ও শিল্প পুলিশকে। এছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীগুলোকে গোয়েন্দা নজরদারি বাড়াতে বলা হয়েছে। আগেই কাঁচা চামড়ার দাম নির্ধারণ ও চামড়া পাচার রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে বলা হয়, কোরবানির কাঁচা চামড়া যাতে ঢাকার বাইরে সীমান্ত অভিমুখে যেতে না পারে, সেজন্য সংশ্লিষ্টদের নজরদারি বাড়াতে হবে। বাণিজ্য মন্ত্রণালয় ও ট্যানারি শিল্প মালিক সমিতিকে বলা হয়েছে, ঈদের আগেই যাতে চামড়ার দাম নির্ধারণ করে দৈনিক পত্রিকা ও গণমাধ্যমে প্রচার করা হয়।

শিল্প পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ঈদের আগে শ্রমিকদের বেতন, বোনাস ও ভাতা পরিশোধের উদ্যোগ নিতে হবে শিল্প কারখানার মালিকদের। যেসব কারখানায় বেতন বোনাস ও ভাতা পরিশোধে সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে সেগুলোর তালিকা বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমএ এর কাছে ইতোমধ্যে পাঠানো হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনশৃঙ্খলা বিষয়ক সভায় আইজিপি ড. বেনজীর আহমেদ বলেছেন, গত বছর কিছু অসাধু ব্যবসায়ীর অব্যবস্থাপনার কারণে চামড়ার ন্যায্য মূল্য পাননি সাধারণ মানুষ। এতে অনেক ক্ষেত্রে তারা কোরবানির পশুর চামড়া মাটিতে পুতে ফেলেছেন। যার ফলে প্রান্তিক পর্যায়ের লোকজন ও ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

সারাদেশে ঈদের জামাতকে কেন্দ্র করে গ্রামাঞ্চলে মারামারি, দাঙ্গা ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ যেকোনও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এসব প্রতিরোধে নিরাপত্তামূলক ব্যবস্থা জোরদার করার জন্য পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে।