সাতদিনে করোনায় প্রায় দেড় হাজার মৃত্যু, শনাক্ত ৮৩ হাজার

গত সাতদিনে দেশে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মারা গেছেন ১ হাজার ৪৮০ জন। শনিবার (১৭ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ১১ থেকে ১৭ জুলাই পর্যন্ত এই পরিসংখ্যানে দেখা যায়, বিগত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে মৃত্যু বেড়েছে ১৫ দশমিক ৯০ শতাংশ। 

এই সাতদিনের মধ্যে গতকাল শুক্রবার (১৬ জুলাই) ছাড়া প্রতিদিনই ২শ’ এর উপরে করোনা রোগীর মৃত্যু হয়েছে। এরমধ্যে ১১ জুলাই করোনা মহামারিকালে একদিনে সর্বোচ্চ ২৩০ জনের মৃত্যু হয়। 

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত সাতদিনে ২ লাখ ৮৪ হাজার ৪২৯ নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্ত হয়েছে  ৮৩ হাজার ৯৬ জন। যা আগের সপ্তাহের চেয়ে ১৩ দশমিক ৭৪ শতাংশ বেশি।

পাশাপাশি সুস্থ হয়েছেন ৫৫ হাজার ২৪ জন, যা আগের সপ্তাহের চেয়ে ৪১ দশমিক ৩০ শতাংশ বেশি। আগের সপ্তাহের তুলনায় নমুনা পরীক্ষা বেড়েছে ১৯ দশমিক ৭৭ শতাংশ।