সর্বোচ্চ মৃত্যু ও শনাক্ত ঢাকায়

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ২৫৮ জনের মৃত্যু এবং ১৪ হাজার ৯২৫ জন রোগী শনাক্ত হয়েছেন। এরমধ্যে সবচেয়ে বেশি মৃত্যু ও শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে।

মঙ্গলবার (২৭ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।

অধিদফতরের দেওয়া তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২৫৮ জনের মধ্যে সবচেয়ে বেশি রোগীর মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ বিভাগে মারা গেছেন ৮৪ জন। এরপর রয়েছে চট্টগ্রাম বিভাগে ৬১ জন, রাজশাহী বিভাগে ২১ জন, খুলনা বিভাগে ৫০ জন, বরিশাল বিভাগে ১৩ জন, সিলেট বিভাগে ৭ জন এবং রংপুর ও ময়মনসিংহ বিভাগে মারা গেছেন ১১ জন করে।

গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন ১৪ হাজার ৯২৫ জন। এদের মধ্যে সর্বোচ্চ সংখ্যক রোগী শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, শনাক্ত ১৪ হাজার ৯২৫ জনের মধ্যে ঢাকা বিভাগে শনাক্ত হয়েছেন ছয় হাজার ১৮৮ জন, ময়মনসিংহ বিভাগে ৫৬৮ জন, চট্টগ্রাম বিভাগে তিন হাজার ৪৮৭ জন, রাজশাহী বিভাগে ৮৮১ জন, রংপুর বিভাগে ৮৩৭ জন, খুলনা বিভাগে এক হাজার ৪৩৫ জন, বরিশাল বিভাগে ৪১৬ জন এবং সিলেট বিভাগে শনাক্ত হয়েছেন ৭০৮ জন।