একদিনে ঢাকা বিভাগে শনাক্ত ৮২৭১ জন

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন ১৬ হাজার ২৩০ জন, যা দেশে করোনা মহামারিকালে দৈনিক শনাক্তে রেকর্ড। একদিনে এত রোগী এর আগে শনাক্ত হননি। শনাক্তদের মধ্যে কেবল ঢাকা বিভাগের রয়েছেন ৮ হাজার ২৭১ জন।

বুধবার (২৮ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।

অধিদফতরের তথ্যমতে, শনাক্তের এই রেকর্ডের দিনে দেশে এ পর্যন্ত করোনা আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়ালো ১২ লাখ ১০ হাজার ৯৮২ জনে।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় কেবল ঢাকা বিভাগেই শনাক্ত হয়েছেন ৮ হাজার ২৭১ জন। ময়মনসিংহ বিভাগে ৬২৬ জন, চট্টগ্রাম বিভাগে তিন হাজার ৩০৩ জন, রাজশাহী বিভাগে ৯১৭ জন, রংপুর বিভাগে ৬৫৭ জন, খুলনা বিভাগে ৮৬৬ জন, বরিশাল বিভাগে ৮৫৪ জন এবং সিলেট বিভাগে শনাক্ত হয়েছেন ৭৩৬ জন।

ঢাকা বিভাগের মধ্যে ঢাকা জেলায় শনাক্ত হয়েছেন ৬ হাজার ২৬৯ জন, ফরিদপুরে ১৬১ জন, গাজীপুরে ৩০৩ জন, গোপালগঞ্জে ৯১ জন, কিশোরগঞ্জে ১২২ জন, মাদারীপুরে ৯৯ জন, মানিকগঞ্জে ১৯২ জন, মুন্সীগঞ্জে ১৩২ জন, নারায়ণগঞ্জে ২০০ জন, নরসিংদীতে ১৮১ জন, রাজবাড়ীতে ১২৪ জন, শরীয়তপুরে ২০১ জন  এবং টাঙ্গাইলে ১৯৫ জন।

ময়মনসিংহ বিভাগের মধ্যে ময়মনসিংহ জেলায় ৪৪০ জন, নেত্রকোনায় ৮৮ জন, জামালপুরে ৩২ জন, শেরপুর জেলায় শনাক্ত হয়েছেন ৬৬ জন।

চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম জেলায় শনাক্ত হয়েছেন ৯১৫ জন, কক্সবাজারে ৩২৬ জন, বান্দরবানে ৩১ জন, রাঙামাটিতে ৮৩ জন, খাগড়াছড়িতে ৪৯ জন, ফেনীতে ১৯৪ জন, নোয়াখালীতে ২৫১ জন, লক্ষ্মীপুরে ৭০ জন, চাঁদপুরে ২২৯ জন, কুমিল্লায় ৮৫৩ জন এবং ব্রাহ্মণবাড়িয়ায় ৩০২ জন।

রাজশাহী বিভাগে রাজশাহী জেলায় ২১৮ জন, চাঁপাইনবাবগঞ্জে ৪৫ জন, নাটোরে ৮০ জন, নওগাঁয় ৩১ জন, পাবনায় ২০৯ জন, সিরাজগঞ্জে ১৯৮ জন, বগুড়ায় ১০৬ জন ও জয়পুরহাটে শনাক্ত হয়েছেন ৩০ জন।

রংপুর বিভাগে রংপুর জেলায় ১৮৬ জন, পঞ্চগড়ে ৭৬ জন, নীলফামারীতে ৬৪ জন, লালমনিরহাটে ২৪ জন, কুড়িগ্রামে ৭৬ জন, ঠাকুরগাঁওয়ে ৭৭ জন, দিনাজপুরে ৬৯ জন, গাইবান্ধায় ৮৫ জন শনাক্ত হয়েছেন।

খুলনা বিভাগের মধ্যে বাগেরহাট জেলায় ৫৭ জন, চুয়াডাঙ্গায় ৫৪ জন, যশোরে ৬৫ জন, ঝিনাইদহে ৭৬ জন, খুলনা জেলায় ১৭৬ জন, কুষ্টিয়ায় ২২৭ জন, মাগুরায় ৬০ জন, মেহেরপুরে ৪৮ জন, নড়াইলে ৩৮ জন ও সাতক্ষীরায় শনাক্ত হয়েছেন ৬৫ জন।

বরিশাল বিভাগের মধ্যে বরিশাল জেলায় ২৮৮ জন, পটুয়াখালীতে ১৬৮ জন, ভোলায় ১৭৬ জন, পিরোজপুরে ৬৯ জন, বরগুনায় ৭২ জন ও ঝালকাঠিতে শনাক্ত হয়েছেন ৮১ জন।

সিলেট বিভাগের মধ্যে সিলেট জেলায় ৩৪১ জন, সুনামগঞ্জে ১১৬ জন, হবিগঞ্জে ৫৪ জন এবং মৌলভীবাজার জেলায় শনাক্ত হয়েছেন ২২৫ জন।

উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২৩৭ জন। এদের নিয়ে দেশে সরকারি হিসাবে মৃত্যুর সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে।