২৪ ঘণ্টায় ঢাকায় শনাক্ত ৭৬৬০ জন

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ১৫ হাজার ৯৮৯ জন। রবিবার (১ আগস্ট) এ সংখ্যা ছিল ১৪ হাজার ৮৪৪ জন এবং তার আগের দিন শনিবার (৩১ জুলাই) শনাক্ত হয়েছিলেন ৯ হাজার ৩৬৯ জন। সরকারি হিসাবে দেশে এ পর্যন্ত মোট শনাক্ত হলেন ১২ লাখ ৮০ হাজার ৩১৭ জন।

করোনা সংক্রমণের এই ঊর্ধ্বগতিতে রাজধানী ঢাকায় গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ৭ হাজার ৬৬০ জন, যা কিনা ৮ বিভাগের মধ্যে সর্বোচ্চ। এছাড়া গত ২৪ ঘণ্টায় ২৪৮ জনের মধ্যে মৃত্যুও সবচেয়ে বেশি হয়েছে এ বিভাগেই। ঢাকা বিভাগে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৭৬ জন। অন্য বিভাগগুলোর মধ্যে করোনা রোগী শনাক্ত হয়েছেন, ময়মনসিংহ বিভাগে ৬৯১ জন, চট্টগ্রাম বিভাগে তিন হাজার ৩১৫ জন, রাজশাহী বিভাগে ৭২৪ জন, রংপুর বিভাগে ৫৭৫ জন, খুলনা বিভাগে এক হাজার ৩৭৩ জন, বরিশাল বিভাগে ৭৯৮ জন এবং সিলেট বিভাগে ৮৫৩ জন।

অপরদিকে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২৪৮ জনের মধ্যে ঢাকা বিভাগের ৭৬ জন,  চট্টগ্রাম বিভাগের ৬৪ জন, রাজশাহী বিভাগের ২২ জন, খুলনা বিভাগের ৩০ জন, বরিশাল বিভাগের ১৬ জন, সিলেট বিভাগের ১৪ জন, রংপুর বিভাগের ১৪ জন এবং ময়মনসিংহ বিভাগের আছেন ১০ জন।