শহীদ শেখ কামালের জন্মবার্ষিকীতে আগরতলায় আলোচনা সভা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ জামালের ৭২তম জন্মবার্ষিকী উদযাপন করেছে ভারতের ত্রিপুরার আগরতলা বাংলাদেশ হাইকমিশন। বৃহস্পতিবার (৫ আগস্ট) হাইকমিশন প্রাঙ্গণে এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

বিকালে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের সামনে শেখ কামালের সংক্ষিপ্ত জীবনী তুলে ধরেন মিশনের প্রধান সচিব (স্থানীয়) ও দূতালয় প্রধান এস এম আসাদুজ্জামান। এ সময় শেখ কামালের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়‌। আলোচনা সভায় বক্তব্য রাখেন মিশনের প্রধান সচিব মো. রেজাউল হক চৌধুরী। সমাপনী বক্তব্য রাখেন সহকারী হাই কমিশনার মো. জোবায়েদ হোসেন।

সহকারী হাইকমিশনার বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্মোহনী নেতৃত্ব মহান মুক্তিযুদ্ধে বাঙালি জাতিকে একসূত্রে গেঁথেছিল। শহীদ শেখ কামাল অতি অল্প সময়ে মুক্তিযুদ্ধে যোগদান করেন। তিনি একজন সফল সংগঠকও। ১৫ আগস্টে কালরাতে ঘাতকদের নির্মম বুলেটে অকালে শাহাদতবরণ করেন জাতির এই অমিত সম্ভাবনাময় সন্তান।’

এ সময় আলোচনায় অংশ নেন ত্রিপুরার সুশীল সমাজের প্রতিনিধিরা।