১৫ আগস্ট: শেখ হাসিনার প্রতি সমবেদনা ইমরান খানের

১৫ আগস্ট জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের অন্যান্য সদস্যদের মৃত্যুবার্ষিকীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি সমবেদনা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

শনিবার (১৪ আগস্ট) পাকিস্তান হাইকমিশন জানায়, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান শেখ হাসিনার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের অন্যান্য সদস্যদের মৃত্যুবার্ষিকীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি সমবেদনা জানিয়েছেন।

১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোর রাতে সেনাবাহিনীর কিছুসংখ্যক বিপদগামী সদস্য ধানমন্ডির বাসভবনে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। সেসময় বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা বিদেশে থাকায় রক্ষা পান। তারপরও বিভিন্ন সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা চালিয়ে গেছে বিপদগামীরা।

দ্য টাইমস অব লন্ডন এর ১৯৭৫ সালের ১৬ আগস্ট সংখ্যায় উল্লেখ করা হয় ‘সবকিছু সত্ত্বেও বঙ্গবন্ধুকে সব সময় স্মরণ করা হবে। কারণ, তাকে ছাড়া বাংলাদেশের বাস্তব কোন অস্তিত্ব নেই। ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে দেশসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।

সূত্র: ঢাকা ট্রিবিউন