ডেঙ্গু: ২০ দিনেই ১৯ মৃত্যু, শনাক্ত ৪৮১৪

চলতি মাসের ২০ তারিখ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৯ জনের মৃত্যু হয়েছে। আর এ বছরে এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে চলতি মাসের ১৯ জন ছাড়া গত জুলাই মাসে ১২ জনের মৃত্যুর কথা জানানো হয়। শুক্রবার (২০ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানায়।

কন্ট্রোল রুম জানায়, চলতি মাসেই কেবল ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন চার হাজার ৮১৪ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় (১৯ আগস্ট সকাল ৮টা থেকে ২০ আগস্ট সকাল ৮টা) পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২২১ জন। এর মধ্যে ঢাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ২১২ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ৯ জন।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে এক হাজার ১৯০ জন রোগী ভর্তি রয়েছেন। কন্ট্রোল রুম জানায়, এরমধ্যে ঢাকার সরকারি ও বেসরকারি ৪১টি হাসপাতালে ভর্তি আছেন এক হাজার ৯৪ জন এবং অন্যান্য বিভাগের হাসপাতালে ভর্তি আছেন ৯৬ জন।

এ বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন সাত হাজার ৪৭২ জন। তাদের মধ্যে ছয় হাজার ২৫১ জন ইতোমধ্যে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।