সরকারের সঙ্গে প্রশাসনের সুসম্পর্ক ছিল, থাকবে: তথ্য প্রতিমন্ত্রী

বরিশালের ঘটনাকে অনাকাঙ্ক্ষিত বলে উল্লেখ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হোসেন। রবিবার (২২ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে বরিশালের ঘটনা সম্পর্কে প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বরিশালের ঘটনা দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত। প্রশাসন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অংশ। সরকারের সঙ্গে প্রশাসনের সবসময় সুসম্পর্ক ছিল এবং থাকবে। সবাইকে ভেবেচিন্তে চলারও আহবান জানান তিনি।

এদিকে জাতীয় শোক দিবস উপলক্ষে  জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট আয়োজিত ‘শোক থেকে শক্তি: গণমাধ্যম ও বাংলাদেশর অগ্রযাত্রা' শীর্ষক ভার্চুয়াল সভায় অংশ নিয়ে প্রতিমন্ত্রী মুরাদ হাসান বলেন, আগস্ট বাঙালি জাতির জন্য অভিশপ্ত মাস। পঁচাত্তরের পনের আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারসহ ১৮ জনকে নির্মমভাবে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ড বাঙালি জাতির কপালে কলঙ্কের কালিমা এঁকে দিয়েছিল। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা হত্যাকারীদের আইনের আওতায় বিচার করে জাতিকে কলঙ্কমুক্ত করেছেন।

তিনি বলেন, খুনি জিয়া পরিবার দেশের সকল অর্জনকে ধ্বংস করেছে। পলাতক দণ্ডপ্রাপ্ত আসামি তারেক জিয়াকে দেশে এনে বিচার করা হবে। খুনি পরিবারের বিচার বাংলার মাটিতে হবে।

ভার্চুয়াল সেমিনারে যুক্ত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, সচিব মো. মকবুল হোসেন, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট মহাপরিচালক শাহিন ইসলামসহ দফতরের কর্মকর্তারা।