পিপিপিতে মাতারবাড়ি-মদুনাঘাট ট্রান্সমিশন লাইন বাস্তবায়নের সিদ্ধান্ত বাতিল

‘মাতারবাড়ি-বাঁশখালী-মদুনাঘাট ৪০০ কেভি ট্রান্সমিশন লাইন’ প্রকল্পটি সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি) পদ্ধতিতে বাস্তবায়নের সিদ্ধান্ত বাতিলে নীতিগতভাবে অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। চট্টগ্রামের বাঁশখালী এলাকায় নির্মাণাধীন এসএস পাওয়ার লিমিটেড বিদ্যুৎ কেন্দ্রের পাওয়ার ইভাকুয়েশনের জন্য এ প্রকল্পটি পিপিপিতে বাস্তবায়নের প্রস্তাব করা হয়েছিলো।

বুধবার (২৫ আগস্ট) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারের অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন মন্ত্রিসভা বিভাগের অতিরিক্ত সচিব শামসুল আরেফিন। তিনি জানান, প্রকল্প প্রস্তাবনায় গড়মিল থাকায় কমিটি এ অনুমোদন দেয়নি।