ব্রাহ্মণবাড়িয়ায় ট্রলারডুবিতে হতাহতের ঘটনায় আইনমন্ত্রীর শোক

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের লইসক্যা বিলে শতাধিক যাত্রী নিয়ে ট্রলারডুবিতে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। শনিবার (২৮ আগস্ট) এক শোক বার্তায় মন্ত্রী এ শোক প্রকাশ করেন।

গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে জেলার বিজয়নগরে লইস্কা বিলে বালুবোঝাই ট্রলারের ধাক্কায় শতাধিক যাত্রী নিয়ে ট্রলারটি ডুবে যায়। আজ শনিবার সকাল ১০টা পর্যন্ত ২২ জনের লাশ উদ্ধার করা হয়েছে, যাদের অধিকাংশই নারী ও শিশু। নিহতদের মধ্যে ১৯ জনের পরিচয় মিলেছে।

শোকবার্তায় আইনমন্ত্রী জানান, নৌকাডুবির ঘটনায় তদন্তে যারা দোষী প্রমাণিত হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবি জানাবেন।

এখনও যারা নিখোঁজ আছেন তাদের সন্ধান করার জন্যও আহ্বান জানিয়েছেন তিনি।

মন্ত্রী শোকবার্তায় নৌকাডুবিতে প্রাণ হারানো সকলের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং  আহতদের সুস্থতা কামনা করেন। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান আইনমন্ত্রী।