প্রেস ক্লাব অব ইন্ডিয়াতে বঙ্গবন্ধু মিডিয়া সেন্টার উদ্বোধন

প্রেস ক্লাব অব ইন্ডিয়াতে বঙ্গবন্ধু মিডিয়া সেন্টার উদ্বোধন করা হয়েছে। সোমবার (৬ সেপ্টেম্বর) তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সেন্টারটি উদ্বোধন এবং বঙ্গবন্ধুর একটি ছবি উন্মোচন করেন।

বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাষ্ট্রদূত মোহাম্মাদ ইমরান, জাতীয় প্রেস ক্লাবের প্রেসিডেন্ট ফরিদা ইয়াসমিন, প্রেস ক্লাব অব ইন্ডিয়ার প্রেসিডেন্ট উমাকান্ত লাখেরা, সাধারণ সম্পাদক বিনয় কুমার, সাবেক প্রেসিডেন্ট গৌতম লাহিড়ীসহ সাংবাদিক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অতিথিরাতথ্যমন্ত্রী তাঁর বক্তব্যে বঙ্গবন্ধুর জীবনী সংক্ষিপ্তভাবে বর্ণনা করেন। তিনি বলেন, ‘বঙ্গবন্ধু না জন্মালে বাংলাদেশ স্বাধীন হতো না।’

স্বাধীনতা যুদ্ধের সময়ে ভারতের ভূমিকার জন্য বিশেষ ধন্যবাদ জানিয়ে মন্ত্রী বলেন, ‘দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের জন্য সাংবাদিক ও মিডিয়ার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

অনুষ্ঠানে একটি সমঝোতা স্মারক সই হয়। বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার শাবান মাহমুদ ও প্রেস ক্লাব অব ইন্ডিয়ার বিনয় কুমার চুক্তিতে সই করেন।

১৯৫৮ সালে দিল্লিতে প্রেস ক্লাব অব ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয় এবং সারা ভারতে এর সদস্য সংখ্যা প্রায় চার হাজারের বেশি।