বিদেশে অপ্রচারকারীর দাঁতভাঙা জবাব দিতে হবে: শিক্ষা উপমন্ত্রী

বিদেশে বসে যারা অপপ্রচার ও উস্কানি দিচ্ছেন তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমসহ অনলাইনেই দাঁতভাঙা জবাব দিতে হবে বলে জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

রবিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট (আইডিইবি) মিলনায়তনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠাবার্ষিকী ও আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

মুক্তিযুদ্ধ, আওয়ামী লীগ ও বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসীদের প্রতি আহ্বান জানিয়ে উপমন্ত্রী বলেন, ‘বিদেশে বসে কনক সরওয়ার, ইলিয়াস হোসেন, তাসনিম খলিল, ডেভিড বার্গম্যানরা বাংলাদেশের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য রাখছেন। তাদের এই উস্কানিমূলক অপচেষ্টা-অপপ্রচার রুখতে না পারলে কোনও ধরনের জোট করে, সংগঠন করে লাভ নেই। অনলাইনে তারা আওয়ামী লীগের বিপক্ষে, দেশের বিপক্ষে যে অপপ্রচার করছেন তার দাঁতভাঙা জবাব দিতে হবে।‘

শিক্ষা উপমন্ত্রী বলেন, ‘একটি গোষ্ঠী দেশের সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তাই রাজনীতিতে ব্যর্থ হয়ে অনলাইনে অপপ্রচার করছে। তারা দেশকে তালেবানি রাষ্ট্রে পরিণত করতে চায়।

নওফেল বলেন, ‘বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট অনলাইনে সোচ্চার হবে। প্রতিষ্ঠাবার্ষিকীতে এটাই প্রতিষ্ঠা করেন আপনারা। অবশ্যই আমরা সাংস্কৃতিক কর্মকাণ্ড করবো। তবে গুরুত্বপূর্ণ সংগঠন হিসেবে বিএনপি-জামাতের বিরুদ্ধে সাংস্কৃতিক কর্মীরা দাঁতভাঙা জবাব দেবেন।’

নওফেল বলেন, ‘যারা আফগান যুদ্ধে অংশ নিয়ে এসেছিল তাদের সঙ্গে তারেক জিয়া, আরাফাত রহমান কোকোরা মিটিং করেছিল। খুনি জিয়ার দুই সন্তান শেখ হাসিনাকে খুন করার পরিকল্পনা করেছিল। যারা খুনের রাজনীতিতে বিশ্বাস করে, পরিকল্পিতভাবে খুন করে; তাদের বাংলাদেশে রাজনীতি করার কোনও সুযোগ নেই। 

অনুষ্ঠানে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি ফাল্গুনী হামিদ, সংগঠনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সংগঠনের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুল মতিন ভূঁইয়া, সংগঠনের আশরারুল হাসান আসু, বাউল আলম দেওয়ানসহ অন্যরা বক্তব্য রাখেন।