প্রবাসীরাই এ উন্নয়নের সহযোদ্ধা: মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী

‘আজকের বাংলাদেশ উন্নয়নের রোল মডেল, শেখ হাসিনার স্বচ্ছ রাজনীতির বাংলাদেশ। সারা বিশ্বের প্রশংসার বাংলাদেশ। সামাজিক সূচকে এগিয়ে যাওয়া বাংলাদেশ। প্রবাসীরাই এ উন্নয়নের সহযোদ্ধা।’ এমন মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম।

গতকাল রবিবার (৩ অক্টোবর) রাতে সৌদি আরবের জেদ্দায় কৃষক লীগ, সৌদি আরব শাখা আয়োজিত মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি। সোমবার (৪ অক্টোবর) প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি আরব শাখার কৃষক লীগের সভাপতি কামরুল হাসান জুয়েলের সভাপতিত্বে সভায় জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক, জেদ্দায় বাংলাদেশ মিশনের কাউন্সিলর (লেবার) আমিনুল ইসলাম, বাংলাদেশ হজ অফিসের কাউন্সিলর জহিরুল ইসলাম এবং স্থানীয় প্রবাসী আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ এখন তলাবিহীন ঝুড়ি নয়। প্রাকৃতিক দুর্যোগের দেশও নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের পরিশ্রমী, সৎ তিনজন প্রধানমন্ত্রীর অন্যতম।’

মন্ত্রী বলেন, ‘দেশের ভেতর দুটি অংশ। একটি আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে। আরেকটি আওয়ামীবিরোধী। এই বিরোধী কারা? এরা স্বাধীনতাবিরোধী ও তাদের নতুন প্রজন্ম। যারা এখনও পাকিস্তানকে ভুলতে পারেনি। দেশের মানুষ তাদের প্রত্যাখ্যান করছে। এখন বিএনপি-জামায়াতের ডাকে কোনও লোক আসে না। দেশে ব্যর্থ হয়ে বিদেশে বসে তারা শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে।’

প্রবাসীদের কল্যাণে বাংলাদেশ সরকারের দেওয়া নানা সুযোগ-সুবিধার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী বিশ্বাস করেন আধুনিক বাংলাদেশ বিনির্মাণে প্রবাসীদের কষ্টার্জিত অর্থের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি সবসময় প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতার কথা জানান।’