কারওয়ান বাজারে পর্ণ সিনেমা বিপণন: আটক ২৫

কারওয়ান বাজারে পর্ণ সিনেমা বিপণনরাজধানীর কাওরান বাজারে পর্ণো ভিডিও বিপণনের সময় ২৫ জনকে আটক করেছে র‍্যাব-২। রবিবার রাতে কাওরান বাজারের ২নং সুপার মার্কেট থেকে তাদের আটক করা হয়। র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।

র‍্যাব জানায়, অসাধু চক্রটি বিভিন্ন ধরনের পাইরেসি ও পর্ণো অশ্লীল সিনেমা ইন্টারনেটের মাধ্যমে ডাউনলোড করে মোবাইলের মেমোরি কার্ড দিয়ে ট্রান্সফার করতো। এধরণের কাজের মাধ্যমে পাইরেসি ও পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০০০ (সংশোধনী ২০০৫) লঙ্ঘন করায় তাদের আটক করা হয়েছে।

আটককৃতরা হচ্ছেন, সাদ্দাম হোসেন (২৩), মোঃ সজীব (১৯), মোঃ ইয়াসিন আরাফাত (২২), লিটন আহমেদ (২৩), মোঃ সুজন মিয়া (২০), মাহাবুর রহমান (১৯), পলাশ মোল্লা (২৫), আল-আমিন (১৮), মোঃ শাহীন (১৮), মোঃ মিলন (১৯), মোঃ নয়ন (২০), মোঃ আরিফুর রহমান (১৮), আরমান আহমেদ (১৯), সজীব মিয়াজী (২২), মুজাহিদুল ইসলাম (২০), মোঃ লায়েছ (২৫), আকাশ খান (২০), মোঃ সাহাবুল ইসলাম (২২), মোঃ জহিরুল ইসলাম জনি (১৯), মোঃ মুক্তার হোসেন (২১), মোঃ রেজাউল করিম (২৪), মোঃ সবুজ (১৮), মোঃ নোমান (২০), মোঃ সাগর (১৯), মোঃ পারভেজ (১৯)।

এসময় তাদের কাছ থেকে ৪৬ টি মনিটর, ৪৬ টি সিপিইউ, ৩২৫ টি বিভিন্ন ধরণের কম্পিউটার সামগ্রী জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব-২ এর উপ-অধিনায়ক মেজর সৈয়দ সালাউদ্দিন মাহমুদ।

/এআরআর/এফএস/