গাফফার চৌধুরীর খোঁজ নিলেন রাষ্ট্রপতি

লন্ডন সফররত রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সেখানের একটি হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিক, কলামিস্ট ও সাহিত্যিক আবদুল গাফফার চৌধুরীর চিকিৎসা ও স্বাস্থ্যের বিষয়ে খোঁজ-খবর নিয়েছেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বলেন, হাসপাতালে দর্শনার্থী সংক্রান্ত বিধিনিষেধের কারণে রাষ্ট্রপতি টেলিফোনে আবদুল গাফফার চৌধুরীর খোঁজ-খবর নেন। এসময় তিনি যুক্তরাজ্যের বাংলাদেশের হাইকমিশনার সাঈদা মুনা তাসনিমের মাধ্যমে আবদুল গাফফার চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা পাঠান।

প্রেস সচিব জানান, গাফফার চৌধুরী তার খোঁজ-খবর নেওয়ার জন্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। রাষ্ট্রপতি আবদুল গাফফার চৌধুরীর আশু আরোগ্য কামনা করেন এবং আশা প্রকাশ করেন, তিনি সুস্থ হয়ে শিগগিরই স্বাভাবিক জীবনে ফিরে আসবেন।

গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, গাফফার চৌধুরী নিউমোনিয়া জটিলতায় গত ৬ অক্টোবর থেকে হাসপাতালে ভর্তি রয়েছেন।

গত ৯ অক্টোবর স্বাস্থ্য পরীক্ষার জন্য জার্মানির বার্লিনে যান রাষ্ট্রপতি। সেখান থেকে যুক্তরাজ্যের লন্ডন যান তিনি।