শিশুশ্রম নিরসনে ১১২ এনজিও’র সঙ্গে চুক্তি কাল

ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসন প্রকল্পের কাজ শুরু হচ্ছে। আগামীকাল মঙ্গলবার (২৬ অক্টোবর) বিকাল সাড়ে ৪টায় রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনের সম্মেলন কক্ষে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসনের জন্য নির্বাচিত ১১২টি এনজিও’র সঙ্গে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হবে।

সোমবার (২৫ অক্টোবর) মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান  চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ২৮৪ কোটি টাকা ব্যয়ে ঝুঁকিপূর্ণ শিশু শ্রম নিরসন প্রকল্পের শুরু হতে যাওয়া চতুর্থ পর্যায়ে এক লাখ শিশুকে ঝুঁকিপূর্ণ কাজ থেকে সরিয়ে আনা হবে। এক বছর মেয়াদী প্রকল্পে শিশুশ্রমে নিয়োজিত এক লাখ শিশুকে উপানুষ্ঠানিক শিক্ষা এবং কর্মমুখী প্রশিক্ষণ দেওয়া হবে। এ প্রকল্পের মাধ্যমে ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত এসকল শিশুর বাবা-মাকে আর্থিক সহায়তা প্রদান করা হবে এবং প্রশিক্ষণ শেষে স্বাবলম্বী করার লক্ষ্যে আর্থিক সহায়তা প্রদান করা হবে।