প্যারিস, হেগে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদ

সম্প্রতি সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘর ও মন্দিরে হামলার ঘটনায় দেশের পাশাপাশি বিদেশের মাটিতেও প্রতিবাদ হচ্ছে। ইতোমধ্যে নেদারল্যান্ডস ও ফ্রান্সের বাংলাদেশ দূতাবাসের সামনে প্রতিবাদ হয়েছে এবং ব্রাসেলসে আগামী সপ্তাহে প্রতিবাদের কথা রয়েছে বলে জানিয়েছে একাধিক সূত্র।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, আমরা খবর পেয়েছি, প্যারিস দূতাবাসে প্রতিবাদকারীরা স্মারকলিপি দিয়েছে। হেগে আমাদের দূতাবাসের সামনেও প্রতিবাদ হয়েছে। এ ছাড়া ব্রাসেলসেও আগামী রবিবার প্রতিবাদ হবে বলে জানা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে নেদারল্যান্ডসে বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ বলেন, গত শুক্রবার ৩০-৩৫ জন দূতাবাসের বাইরে জড়ো হয়েছিল। পরে একটি লিফলেট দিয়ে তারা চলে যায়।