নির্বাচন কমিশনের প্রস্তুতি আগ্রহের সঙ্গে পর্যবেক্ষণ করছে যুক্তরাজ্য

বাংলাদেশের আগামী সংসদ নির্বাচনের জন্য কিভাবে নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে সেটি আগ্রহের সঙ্গে পর্যবেক্ষণ করছে যুক্তরাজ্য।

বুধবার (২৭ অক্টোবর)  জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোমেটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ডিক্যাব টকে যুক্তরাজ্যের রাষ্ট্রদূত রবার্ট ডিকসন একথা বলেন।

তিনি বলেন, আগামী সাধারণ নির্বাচন সুষ্ঠু হওয়ার ও ভোটারদের সুরক্ষার জন্য একজন বাইরের বন্ধু হিসাবে যতটুকু সহায়তা করা সম্ভব আমরা করবো।

বাংলাদেশে নির্বাচন কিভাবে হবে সেটি বিদেশিদের বলার কথা নয়। এটি নির্ধারিত হবে বাংলাদেশের সংবিধান অনুযায়ী বলে তিনি জানান।

এ বিষয়ে নির্বাচন কমিশন কি প্রস্তুতি নিচ্ছে তা আগ্রহের সঙ্গে পর্যবেক্ষণ করবো ‑ জানিয়ে রাষ্ট্রদূত রবার্ট ডিকসন বলেন, নির্বাচনে সব রাজনৈতিক দল ও প্রার্থী যেন অংশগ্রহণের সুযোগ পায়, সেটি জরুরি। এটি অবশ্যই নির্ভর করবে বাংলাদেশের জনগণের ওপর।

তিনি বলেন, নির্বাচন কিভাবে হবে সেটি ঠিক করবে বাংলাদেশ। তবে এদেশে আমাদের বন্ধুদের সঙ্গে যতটুকু করা সম্ভব ততটুকু আমরা করবো।

আন্তর্জাতিক সম্প্রদায়ের অংশ হিসাবে যুক্তরাজ্য এক্ষেত্রে সহযোগিতা করে বলে তিনি জানান।