ইলিশ সংরক্ষণ অভিযানে বিমান বাহিনীর হেলিকপ্টার টহল

মা ইলিশ সংরক্ষণ অভিযানে হেলিকপ্টার টহল দিয়েছে বাংলাদেশ বিমান বাহিনী। অবৈধভাবে ইলিশ আহরণকারীদের অবস্থান চিহ্নিত করতে এই বিশেষ কার্যক্রম পরিচালনা করা হয়। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) সহকারী পরিচালক নূর ইসলাম স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

গত ৪ অক্টোবর শুরু হওয়া ইলিশের প্রধান প্রজনন মৌসুম ছিল ২৫ অক্টোবর পর্যন্ত। ২২ দিন ধরে জাতীয় সম্পদ ইলিশ সংরক্ষণে সরকারের নির্দেশনা অনুযায়ী বিমান বাহিনী ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় দিনে ও রাতে হেলিকপ্টারের মাধ্যমে বিশেষ অভিযান পরিচালনা করেছে।

নিজেদের অভিযান কার্যকরী ভূমিকা রাখতে সক্ষম হয়েছে বলে মনে করে বিমান বাহিনী।