করোনায় দুই মৃত্যুই ঢাকায়

গত ২৪ ঘণ্টায় (১ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত) করোনাভাইরাসে সংক্রমিত হয়ে দুই জনের মৃত্যু হয়েছে। মৃত দুই জনই নারী এবং তারা ঢাকা মহানগর ও ঢাকা জেলার বাসিন্দা বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

সোমবার (১ নভেম্বর) পাঠানো স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই দুই নারীকে নিয়ে দেশে সরকারি হিসাবে এ পর্যন্ত মোট  ২৭ হাজার ৮৭০ জনের মৃত্যু হলো। মৃত দুই জনই ঢাকা মহানগর ও ঢাকা জেলার। দেশের বাকি ৬৩ জেলায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে কারও মৃত্যু হয়নি।

স্বাস্থ্য অধিদফতর বলছে,  এখন পর্যন্ত করোনাভাইরাসে মৃতদের মধ্যে ঢাকা বিভাগে মারা গেছেন ১২ হাজার ১৫৩ জন, চট্টগ্রামে ৫ হাজার ৬৫৯ জন, রাজশাহীতে ২ হাজার ৪৩ জন, খুলনায় ৩ হাজার ৫৯৮ জন, বরিশালে ৯৪৬ জন, সিলেটে ১ হাজার ২৬৫ জন, রংপুরে ১ হাজার ৩৬৩ জন আর ময়মনসিংহ বিভাগে মারা গেছেন ৮৪৩ জন।