বঙ্গবন্ধুর প্রতি মিসরীয় রাষ্ট্রদূতের কৃতজ্ঞতা

(বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত তথ্যের ভিত্তিতে বঙ্গবন্ধুর সরকারি কর্মকাণ্ড ও তার শাসনামল নিয়ে মুজিববর্ষ উপলক্ষে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করছে বাংলা ট্রিবিউন। আজ পড়ুন ১৯৭৩ সালের ২ নভেম্বরের ঘটনা।)

 

যুক্তরাজ্যে নিযুক্ত মিসরীয় রাষ্ট্রদূত কামাল রিফাত আশা প্রকাশ করেন যে, পূর্ণ লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত বাংলাদেশের জনগণ আরবদের প্রতি সমর্থন অব্যাহত রাখবে। লন্ডনে সফররত বিপিআই সম্পাদকের সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে মিসরীয় রাষ্ট্রদূত এ কথা বলেন। জাতীয় সংকটের সময় আরবদের প্রয়োজনীয় নৈতিক সমর্থন দানের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

তিনি আরও জানান, বাংলাদেশ সরকার যে খুব দ্রুত যুদ্ধাহতদের চিকিৎসায় চিকিৎসক দল ও চা পাঠিয়েছে, মিসরীয় জনগণ সে ভূমিকার ভূয়সী প্রশংসা করেছে। মধ্যপ্রাচ্যে শান্তির প্রশ্নে রাষ্ট্রদূত বলেন, আমরা শান্তি চাই, কিন্ত সে শান্তি কোনও বৃহৎ শক্তি চাপিয়ে দিলে চলবে না।

 

সোভিয়েত ও বাঙালি সমাজতান্ত্রিক আদর্শে বিশ্বাসী

আইন ও সংসদ বিষয়কমন্ত্রী মনোরঞ্জন ধর বলেন, সোভিয়েত ইউনিয়ন ও বাংলাদেশের জনগণ সমাজতান্ত্রিক আদর্শে বিশ্বাসী। এ কারণে আমাদের স্বাধীনতা সংগ্রামে সোভিয়েত রাশিয়া ঝাঁপিয়ে পড়েছিল। মন্ত্রী বলেন একাত্তরে মুক্তিযুদ্ধকালে ভারত-সোভিয়েত মৈত্রীচুক্তি সাম্রাজ্যবাদ ষড়যন্ত্রকে ব্যর্থ করে বাংলাদেশের স্বাধীনতা নিশ্চিত করে তোলে। একটি ঐতিহাসিক বিপ্লবের ৫৭তম বার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

দৈনিক বাংলা, ৩ নভেম্বর ১৯৭৩

তখন চলছিল গুটি বসন্তের টিকা ক্যাম্পেইন

গুটিবসন্ত একটা মারাত্মক সংক্রামক ব্যাধি। প্রতিবছর হাজার হাজার লোক এর আক্রমণে অকালে প্রাণ হারায়। অথচ একটা টিকা নিলেই এই সংক্রামক রোগ থেকে মুক্ত হওয়া যায়। আজ স্বাস্থ্য সহকারীরা দেশবাসীকে জানায়, আপনার আশেপাশে বসন্ত দেখা দিলে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে খবর দিন।

 

বিনিময় কাজে আরও উড়োজাহাজ যুক্ত

জাতিসংঘের আহবানে সাড়া দিয়ে পাকিস্তান বাংলাদেশ শরণার্থী আনা-নেওয়ার কাজে সহায়তা করতে ব্রিটেনের পক্ষ থেকে আরও একটি যাত্রীবাহী উড়োজাহাজ নির্ধারণ করা হয়। উল্লেখ্য, একই উদ্দেশ্যে ব্রিটিশ বিমানবাহিনীর যাত্রীবাহী উড়োজাহাজ আগেও প্রেরণ করা হয়। নয়াদিল্লির খবরে প্রকাশ, বেসামরিক লোকদের দ্বিতীয় পর্যায়ে ভারত ৪২০০ জনকে পাকিস্তান ফেরত পাঠাবে বলে সরকারিভাবে ঘোষণা করা হয়।

ডেইলি অবজারভার, ৩ নভেম্বর ১৯৭৩

ভূমিহীন চাষীদের জন্য জমি

ভূমিহীন চাষীদের মধ্যে শিগগিরই ৭৬ হাজার বিঘা জমি বিতরণ করা হবে। ভূমি রাজস্ব দফতরমন্ত্রী আব্দুর রব সেরনিয়াবাত এদিন এক শত বিঘা জমি থেকে যে ৭৬ হাজার বিঘা জমি পাওয়া গেছে তা শিগগিরই ভূমিহীন চাষীদের মধ্যে বিতরণ করা হবে বলে জানান। বাংলাদেশ কৃষক লীগের এক বর্ধিত সভায় ভাষণদানকালে রাজস্বমন্ত্রী কৃষকদের ঐক্যবদ্ধ হওয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন এবং কৃষক লীগের পতাকাতলে সমবেত হয়ে তাদের দাবি আদায়ের আহ্বান জানান। কৃষকরা যদি তাদের প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে পারে তবে কেউই তাদের বিরুদ্ধে কাজ করতে সাহস পাবে না বলে মন্তব্য করেন তিনি।

 

শান্তির সম্ভাবনার চেয়ে যুদ্ধের আশঙ্কা বেশি

মিসরের প্রভাবশালী দৈনিক আল আহরাম-এর সম্পাদক হাসনাইন হেইকল বলেন, মধ্যপ্রাচ্য শান্তির চেয়ে আরেকটি আরব-ইসরায়েল যুদ্ধের আশঙ্কা সর্বাধিক। তিনি আরও বলেন, শান্তি এখনও অনেক দূর। এমন শান্তির পথ ও শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনাও সুদূরপরাহত।