দেশে বিনিয়োগের অফুরন্ত সুযোগ প্রবাসীদের নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

সরকারের দেওয়া অফুরন্ত সুযোগ-সুবিধা গ্রহণ করে বাংলাদেশে আরও বিনিয়োগ করার জন্য বিশ্বব্যাপী প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘আমরা প্রতিবন্ধকতাগুলো (আরও যদি থাকে) খুঁজে বের করবো এবং আপনাদের আশ্বাস দিচ্ছি, সেগুলো সমাধান করার মাধ্যমে বিনিয়োগ পরিবেশ আরও সুবিধাজনক করবো।’

জলবায়ু সম্মেলনে যোগ দিতে স্কটল্যান্ডে সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশটিতে প্রবাসী বাংলাদেশিদের দেওয়া এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। সংবর্ধনা অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন তিনি।

আওয়ামী লীগ সরকার সবসময়ই গণমুখী উল্লেখ করে অনুষ্ঠানে তিনি বলেন, ‘তারা সবসময় দেশ ও জনগণের কল্যাণে কাজ করেন।’

এ সময় যথাযথ চ্যানেল ব্যবহার করে বিদেশ থেকে দেশে টাকা পাঠানোর ক্ষেত্রে প্রবাসী বাংলাদেশিদের জন্য তার সরকার প্রবর্তিত ২ শতাংশ প্রণোদনার কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, সরকার প্রবাসী বাংলাদেশিদের সুবিধার্থে একটি পৃথক ব্যাংকও প্রতিষ্ঠা করেছে।

বিনিয়োগের সুবিধার্থে সব বাধা দূর করতে ইতোমধ্যে বাংলাদেশ উন্নয়ন ও বিনিয়োগ কর্তৃপক্ষকে (বিডা) প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।

২০০৯ সালে ক্ষমতায় আসার পর থেকে বর্তমান আওয়ামী লীগ সরকারের ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ডের সংক্ষিপ্ত বর্ণনা দিয়ে তিনি বলেন, বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে প্রবাসীদের জন্য তার সরকার বিশেষ ব্যবস্থার প্রস্তাব করেছে। তবে তিনি প্রবাসীদের বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে দেশে প্রচলিত আইন মেনে চলার অনুরোধ করেন। তিনি বলেন, বিশ্বজুড়ে বিনিয়োগের জন্য কিছু নিয়ম-কানুন রয়েছে। আমি আশা করি আপনারা এটি মেনে চলবেন।’

শেখ হাসিনা বলেন, দেশে বিনিয়োগ বন্ড ও প্রিমিয়াম বন্ড রয়েছে যেখানে প্রবাসীরা বিনিয়োগ করতে পারবেন।

তিনি আরও বলেন, সরকার প্রায় ১০০টি অর্থনৈতিক অঞ্চল স্থাপন করছে এবং সেখানে প্রবাসীরা বিনিয়োগ করতে পারবেন। খবর বাসস।