স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী

ভারতের প্রেসিডেন্ট ও ভুটানের সাবেক রাজাকে আমন্ত্রণ

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নিতে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ ও ভুটানের সাবেক (চতুর্থ) রাজা জিগমে সিঙ্গে ওয়াংচুককে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ। সব ঠিক থাকলে ১৫ থেকে ১৭ ডিসেম্বর ঢাকা সফর করবেন অতিথিরা।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, আমরা আশা করছি দুজনই বাংলাদেশে আসবেন। দুই দেশের সঙ্গেই যোগাযোগ রাখছি।

২০১৭ সালে রামনাথ কোভিন্দ ভারতের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ১৯৭৪ সালে ভুটানের রাজা হিসেবে অভিষিক্ত হন জিগমে সিঙ্গে। ২০০৬ সাল পর্যন্ত রাজার দায়িত্ব পালনের পরে ছেলে জিগমে খেসার নামগিল ওয়াংচুকের জন্য সিংহাসন ত্যাগ করেন তিনি। উল্লেখ্য, গত মার্চে ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং ঢাকা সফর করেন।

 

মৈত্রী দিবস

১৯৭১ সালে দ্বিতীয় দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল ভারত। এজন্য দিনটিকে মৈত্রী দিবস হিসেবে উদযাপন করবে দুই দেশ। পৃথিবীর ১৮টি রাজধানীতে যৌথভাবে অনুষ্ঠানটি উদযাপন করবে বাংলাদেশ ও ভারত।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস বলেন, আমরা ১৮টি গুরুত্বপূর্ণ রাজধানী ঠিক করেছি, যেখানে যৌথ এই অনুষ্ঠান হবে। এরমধ্যে সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন ধরনের আয়োজনের কথা রয়েছে।

তিনি বলেন, তবে কোভিড পরিস্থিতির কারণে হয়তো সীমিত আকারে অনুষ্ঠান হতে পারে।

১৮টি রাজধানীর তালিকায় আছে—জাকার্তা, সিঙ্গাপুর, ব্যাংকক, কুয়ালালামপুর, ক্যানবেরা, টোকিও, রিয়াদ, আবুধাবি, কাতার, মস্কো, লন্ডন, ব্রাসেলস, প্যারিস, জেনেভা, প্রিটোরিয়া, কায়রো, ওয়াশিংটন ও অটোয়া।