আরও ৭ জনের মৃত্যু, শনাক্ত ২৪৭

গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন ২৪৭ জন। এ সময়ে মারা গেছেন ৭ জন। বৃহস্পতিবার (৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতর জানায়, নতুন শনাক্ত হওয়া ২৪৭ জনকে নিয়ে দেশে এখন পর্যন্ত সরকারি হিসাবে করোনায় মোট শনাক্ত হলেন ১৫ লাখ ৭০ হাজার ৪৮৫ জন। এখন পর্যন্ত মারা গেছেন ২৭ হাজার ৮৮৭ জন।

গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ২২৭ জন। তাদের নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে মোট ১৫ লাখ ৩৪ হাজার ৩০০ জন সুস্থ হলেন। অধিদফতর জানাচ্ছে, ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ১৮ হাজার ৯১৫টি আর পরীক্ষা হয়েছে ১৮ হাজার ৬৯০টি। দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি চার লাখ ২৭ হাজার ৮৪৮টি। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৭৫ লাখ ৬০ হাজার ৭১৪টি আর বেসরকারি ব্যবস্থাপনায় ২৮ লাখ ৬৭ হাজার ১৩৪টি।

গত ২৪ ঘণ্টায় করোনায় রোগী শনাক্তের হার এক দশমিক ৩২ শতাংশ। এখন পর্যন্ত রোগী শনাক্তের হার ১৫ দশমিক ছয় শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৭০ শতাংশ আর মৃত্যুর হার এক দশমিক ৭৮ শতাংশ।

স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, মারা যাওয়া সাত জনের মধ্যে পুরুষ চার জন আর নারী তিন জন। দেশে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট পুরুষ মারা গেলেন ১৭ হাজার ৮৫১ জন, নারী ১০ হাজার ৩৬ জন।

গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ৬১ থেকে ৭০ বছর বয়সী তিন জন, ৫১ থেকে ৬০ বছর বয়সী দুজন, ৭১ থেকে ৮০ বছর বয়সী একজন আর ৩১ থেকে ৪০ বছর বয়সী একজন। মারা যাওয়া সাত জনের মধ্যে ঢাকা বিভাগেরই তিন জন। বাকি চার জনের মধ্যে রংপুর বিভাগের দুজন আর খুলনা ও সিলেট বিভাগের আছেন একজন করে। সরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে পাঁচ জনের, বাকি দুজনের বেসরকারি হাসপাতালে।