তাজিকিস্তানে রাষ্ট্রদূত আলমের পরিচয়পত্র পেশ

তাজিকিস্তানের প্রেসিডেন্ট ইমোমালি রাহমনের কাছে পরিচয়পত্র হস্তান্তর করেছেন বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জাহাঙ্গীর আলম।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩ নভেম্বর রাজধানী দুশানবেতে আনুষ্ঠানিকতার পরে সংক্ষিপ্ত আলোচনাকালে প্রেসিডেন্ট রাষ্ট্রদূতের সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন এবং বাংলাদেশের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীকে তাঁর ব্যক্তিগত শুভেচ্ছা ও অভিনন্দন পৌঁছে দিতে অনুরোধ করেন।

আলোচনাকালে রাষ্ট্রদূত আলম বাংলাদেশের সম্ভাবনাময় তৈরি পোশাক শিল্প ও ওষুধ শিল্পে সে দেশের সহযোগিতার প্রস্তাব দেন।