সাক্ষ্যপ্রমাণ আইন-১৮৭২ বাতিলের দাবিতে মধ্যরাতে শাহবাগ থেকে নারীদের পদযাত্রা

স্বাক্ষ্যপ্রমাণ আইন-১৮৭২ এর ১৫৫(৪) ধারা বাতিলের দাবিতে মধ্যরাতে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে সংসদ ভবন অভিমুখে পদযাত্রা করেছে নারীদের একটি দল।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টায় 'শিকল ভাঙার পদযাত্রা' শিরোনামে জাতীয় সংসদ ভবনের উদ্দেশ্যে পদযাত্রা শুরু করে তারা।

পদযাত্রায় অংশ নেওয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রাপ্তি তাপসী বলেন, ‘সাক্ষ্যপ্রমাণ আইনের ১৫৫(৪) ধারা, এই আইন যৌন নিপীড়ককে আশ্রয় প্রদান করে, অভিযোগকারী নারীর চরিত্র সম্পর্কে প্রশ্ন তোলার সুযোগ করে দেয়। এই আইনটি যৌন নিপীড়নবান্ধব একটি আইন। কেননা এটি আসামি পক্ষকে  অভিযোগকারী নারীকে দুশ্চরিত্র প্রমাণ করার সুযোগ করে দেয়। সেই আইন বাতিলের দাবিতে আমাদের আজকের এই কর্মসূচি।’18

তিনি আরও বলেন, ‘আজকে রেইনট্রি ধর্ষণ মামলার রায় দানকালে একজন বিচারপতি বললেন ধর্ষণের ৭২ ঘন্টা পর মামলা করতে গেলে যেন না নেওয়া হয়। আমরা বিশ্বাস করি রাষ্ট্র কখনও নারীর চরিত্র নিরুপণের মাপকাঠি নির্ধারণ করে দিতে পারে না। তার চরিত্রের ওপর ভিত্তি করে তার (নারীর) যে ন্যায় বিচার প্রাপ্তির অধিকার তা ক্ষুন্ন হতে পারে না।’17

পদযাত্রায় অংশগ্রহণকারীরা রাজপথে নারীদের সাড়া, জাগরণে নতুন ধারা, চলন-বলন-পোশাক রাখো, রাষ্ট্র এবার দায় নাও, পুরুষের ক্ষমতা ভেঙে হোক সমতা, পথে ঘাটে দিনে রাতে চলতে চাই নিরাপদে, আমার কথা আমি বলবো স্বাধীনভাবে পথ চলবো; ইত্যাদি লেখা বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেন।